ক) কৃষি বিপণন অধিদপ্তর কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও ভোক্তাগণ যাতে সহনীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সে লÿÿ্য বাজার তথ্য সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম আধুনিক ও সহজবোধ্য করার লÿÿ্য Website (Internet) এর মাধ্যমে দেশের ৬৪টি জেলা হতে বাজারদর সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম জোরদারকরণ অব্যাহত রয়েছে। এ লÿÿ্য দেশের প্রধান প্রধান ১০টি এসেম্বল মার্কেটে ইলেকট্রোনিক ডিসপেস্ন বোর্ড (Electronic Display Board) স্থানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া শস্যগুদাম ঋণ কার্যক্রম জোরদারকরণের লÿÿ্য নতুন গুদাম নির্মাণ ও মেরামত করণের কার্যক্রমও গ্রহন করা হয়েছে।
খ) কৃষি বিপণন অধিদপ্তরের উদ্দেশ্য ও কার্যক্রম মহৎ ও গুরম্নত্বপূর্ণ হওয়া সত্তেও এ অধিদপ্তরের জনবল ও লজিষ্টিক সাপোর্ট অপ্রতুল হওয়ায় বর্তমান সরকার এর গুরম্নত্ব বিবেচনা করে এ অধিদপ্তরের জনবল কাঠামো, কার্যক্রম অধিক যুগোপযোগি করা ও সুযোগ সুবিধা বৃদ্ধির লÿÿ্য গঠিত উচ্চ ÿমতাসম্পন্ন কমিটির প্রদত্ত সুপারিশ ও প্রসত্মাবনা মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক নীতিগত অনুমোদন লাভ করেছে। নীতিগত অনুমোদনের বিষয়টি কৃষি মন্ত্রনালয় ইতোমধ্যে পরিপত্রের মাধ্যমে অন্যান্য মন্ত্রনালয় ও সংস্থাকে অবহিত করেছে। আশা করা যায় বর্তমান সরকারে ঐকামিত্মক প্রচেষ্টায় কৃষি বিপণন অদিপ্তরের সাংগনিক কাঠামো পুনঃ গঠিত হলে এই অধিদপ্তর তার ওপর অর্পিত দায়িত্ব অধিকতর দÿতার সাথে পালনে সÿম হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS