Wellcome to National Portal
Main Comtent Skiped

ভবিষ্যত কর্মপরিকল্পনা:

ক) কৃষি বিপণন অধিদপ্তর কৃষকদের  পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও ভোক্তাগণ যাতে সহনীয় মূল্যে পণ্য ক্রয় করতে পারেন সে লÿÿ্য বাজার তথ্য সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম আধুনিক ও সহজবোধ্য করার  লÿÿ্য  Website (Internet) এর মাধ্যমে দেশের ৬৪টি জেলা হতে বাজারদর  সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম জোরদারকরণ অব্যাহত রয়েছে। এ লÿÿ্য দেশের প্রধান প্রধান ১০টি এসেম্বল মার্কেটে ইলেকট্রোনিক ডিসপেস্ন বোর্ড (Electronic Display Board) স্থানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া শস্যগুদাম ঋণ কার্যক্রম জোরদারকরণের লÿÿ্য নতুন গুদাম নির্মাণ ও মেরামত করণের কার্যক্রমও গ্রহন করা হয়েছে।

 

খ) কৃষি বিপণন অধিদপ্তরের উদ্দেশ্য ও কার্যক্রম মহৎ ও গুরম্নত্বপূর্ণ হওয়া সত্তেও এ অধিদপ্তরের জনবল ও  লজিষ্টিক সাপোর্ট অপ্রতুল হওয়ায় বর্তমান সরকার এর গুরম্নত্ব বিবেচনা করে  এ অধিদপ্তরের জনবল কাঠামো, কার্যক্রম অধিক যুগোপযোগি করা ও সুযোগ সুবিধা বৃদ্ধির  লÿÿ্য গঠিত উচ্চ ÿমতাসম্পন্ন কমিটির প্রদত্ত সুপারিশ ও প্রসত্মাবনা মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক নীতিগত অনুমোদন লাভ করেছে। নীতিগত অনুমোদনের বিষয়টি কৃষি মন্ত্রনালয় ইতোমধ্যে পরিপত্রের মাধ্যমে অন্যান্য মন্ত্রনালয় ও সংস্থাকে অবহিত করেছে। আশা করা যায় বর্তমান সরকারে ঐকামিত্মক প্রচেষ্টায় কৃষি বিপণন অদিপ্তরের সাংগনিক কাঠামো পুনঃ গঠিত হলে এই অধিদপ্তর তার ওপর অর্পিত দায়িত্ব অধিকতর দÿতার সাথে পালনে সÿম হবে।